Ads

আমরা কেন প্রোগ্রামিং শিখবো?????


।।।। আমরা কেন প্রোগ্রামিং শিখবো? ।।।।।।
 --------------------------------------------------------------------------------- 
যখনই কেউ প্রোগ্রামিং এর কথা শোনে তার মনে হয়তোবা এই প্রশ্নটা আসে যে কেন আমরা প্রোগ্রামিং শিখব। প্রোগ্রামিং শিখে কি লাভ হবে? 
------------------------------------------------------------------- -------------------------------------------------------


চিত্র ঃ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

তাই আমি এখন প্রোগ্রামিং দিয়ে কি কি করা সম্ভব তা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। আসলে প্রোগ্রামিং দিয়ে কি কি করা সম্ভব এ নিয়ে লিখে শেষ করা যাবে না৷ আজ থেকে ১০ বছর আগের কথা চিন্তা করুন। তখনকার টেকনোলোজি আর এখনকার টেকনোলোজির মধ্যে আসমান-জমিন পার্থক্য। আগে মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম ছিল ভিস্তা। আর এখন তারা তাদের অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে করতে উইন্ডোজ ১০ এ নিয়ে এসেছে। কখনো চিন্তা করে দেখেছেন যে তারা এতটা ডেভেলপ করল কিভাবে? আবার ১০ বছর আগে আমরা যখন ইংলিশ মুভিগুলা দেখতাম তখন আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স নামে একটা কঠিন ওয়ার্ড শিখেছিলাম। তখন আমরা অগুলাকে কাল্পনিক মনে করতাম। কখন ভাবতেই পারিনি বাস্তবে মানুষ আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম হবে। যার বাস্তব প্রমান সোফিয়া। আবার আজ থেকে ১০ বছর আগে আমরা বাটন ফোন ইউজ করতাম। আর এখন সবার হাতে হাতে একটা এন্ড্রয়েড। কি আজব। টেকনোলোজি কত স্পিডে আপগ্রেড হতে আছে। ১০ বছর আগের কম্পিউটারের কনফিগারেশন আর এখনকার কম্পিউটারের কনফিগারেশন এর মধ্যে কি পার্থক তা আমাকে আর নতুন করে বলতে হবে না। তা আপনারা জানেন। যদি না জানেন কষ্ট করে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন৷ ও গুগলে সার্চ করা নিয়ে মনে পড়ে গেল গুগলের কথা। এখন গুগল ছাড়া চলেই না। যে কোনো সমস্যা সমাধানের জন্য সবাই এখন সবার আগে গুগলে সার্চ করে৷ কি আজব সমাধানও পেয়ে যায়। তাহলে গুগলে কি কোনো জাদুকর বা আলাদীনের জিনির মতন কেউ বসে আছে আমাদের সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য? আসলে না। মানুষই সেই সমস্যার সমাধান করে দিয়েছে। মনে করুন আপনি কোনো সমস্যায় পড়েছেন। আপ্নার মতো অন্য কেউ হয়তোবা আগেই ওই সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি সেই সমস্যার সমাধান করে ইন্টারনেটে রেখে দিয়েছেন, যাতে অন্য কেউ ওই সমস্যার সম্মুখীন হলে খুব সহজেই যেন তার সমাধান করতে পারে। কিন্তু আমরা ওই লোকটার কাছ থেকে সমাধান পাচ্ছি না।গুগলে সার্চ করে পাচ্ছি। গুগল ওই সমস্যার সমাধান কিভাবে পেল? আসল ব্যাপারটা এখানেই। গুগল ওই সমস্যার সমাধান পায়নি। গুগল আপ্নাকে শুধু ওই সমস্যার সমাধান কথায় আছে তা খুজে দিচ্ছে। OMG!!!! এত্ত আডভান্স টেকনোলোজি গুগল এর!!!! এ সব ই সম্ভব হয়েছে প্রোগ্রামিং এর কারনে। যদি প্রোগ্রামিং না থাকত তাহলে এই উন্নতি কখনোই সম্ভব হত না। প্রোগ্রামিং এর মাধ্যমে সবকিছু ডেভেলপ করা সম্ভব হয়েছে। আপনারা যে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন তাও প্রোগ্রামিং দিয়ে তৈরি। আপনারা যেই ফেসবুক ব্যবহার করে আমার লেখাটি পড়ছেন সেই ফেসবুক ও প্রোগ্রাম করা। পুরো টেকনোলোজিটাই প্রোগ্রামিং এর উপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর সব ডিভাইস প্রোগ্রাম করা। এমনকি আপনার হাতের মোবাইল ফোনটি ও প্রোগ্রাম করা। তাহলে ভাবুন প্রোগ্রামিং দিয়ে কি না করা সম্ভব। প্রোগ্রামিং যেমন ডেভেলপ করার ক্ষমতা রাখে তেমনি ধ্বংস করার ক্ষমতাও রাখে। প্রোগ্রামিং কিভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে তা নিয়ে অন্য একদিন লিখব। মূল কথা এটাই যে যদি আপনি চান যে এই টেকনোলোজি উন্নয়ন এ আপ্নি ভূমিকা রাখবেন তাহলে প্রোগ্রামিং শিখুন। ভাল ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইলে প্রোগ্রামিং শিখুন। গুগলের মতো বড় বড় টেক জায়ান্ট কোম্পানিতে চাকরি করতে চাইলে প্রোগ্রামিং শিখুন। ক্লাশ অফ ক্লান্স, পাব্জি, ফ্রি-ফায়ার এর থেকেও ভাল মানের গেমস নিজে তৈরি করতে প্রোগ্রামিং শিখুন। কম্পিউটারকে নিজের ইশারায় পরিচালিত করতে চাইলে প্রোগ্রামিং শিখুন। টেকনোলোজির এই সীমাহীন জগতে বিচরণ করতে চাইলে প্রোগ্রামিং শিখুন। "Iron man" মুভির টনি স্টার্ক এর মতো "Jarvis" তৈরি করতে প্রোগ্রামিং শিখুন। শেষে একটা কথাই বলব যাই শিখুন না কেন তা দিয়ে যদি কারো উপকার না করতে পারেন, প্লিজ কারো ক্ষতি করবেন না।
 ------------------------------------------------------------------------- ---------------------------------------------
জানি না কেমন লিখসি। আমার অভিজ্ঞতা অনেক কম। আমি কেবল ক্লাস ১০ এ পড়ি৷ তাই যদি কোনো ভুল লিখে থাকি ছোটো ভাই মনে করে মাফ করে দিয়েন৷ আর ভুলটা কমেন্ট করে জানিয়ে দিয়েন৷ যাতে ভবিষ্যতে এমন কোনো ভুল না হয়।
 ------------------------------------------------------------------------ -----------------------------------------------
"Always Love To code || Follow your Passion " 
Thanks for Reading. 🙂 🙂

 Md. Tareq Ahamed ; (A computer lover)

No comments

Powered by Blogger.